ধৈর্য, শক্তি-সামর্থ্য ও বিজয় প্রার্থনা।
কিছু কিছু পেশেন্টের অবস্থা অত্যন্ত নাজুক।জিন জাদুর মাধ্যমে তারা চরম লেভেলের মাজলুম। ঈমানটা ছাড়া আর যা আছে তার প্রায় সবই হারিয়েছে।কেউ ঈমান হারানোর উপক্রম। একমাত্র রহমতই তাদেরকে রক্ষা করতে পারে। তাদের জন্য জিন ও মানব শয়তানদের মোকাবেলায় এই আয়াতে রয়েছেন
ধৈর্য, শক্তি-সামর্থ্য ও বিজয় প্রার্থনা।
رَبَّنَآ اَفۡرِغۡ عَلَيۡنَا صَبۡرًا وَّثَبِّتۡ اَقۡدَامَنَا وَانۡصُرۡنَا عَلَى الۡقَوۡمِ الۡکٰفِرِيۡنَؕ
হে আমাদের রব, আমাদের উপর ধৈর্য ঢেলে দিন, আমাদের পা স্থির রাখুন এবং আমাদেরকে কাফের জাতির বিরুদ্ধে সাহায্য করুন।
দোয়ার প্রেক্ষাপট: হযরত দাউদ (আ.)-এর সময়কালীন শক্তিশালী কাফির জালুত ও তার সৈন্যদের মোকাবিলায় আল্লাহ কর্তৃক মনোনীত বাদশাহ তালুত-এর সৈন্যদের আল্লাহর দরবারে প্রার্থনা। আল্লাহ তা'আলা তাদের এ দু'আ কবুল করেন। যুদ্ধে জালুত নিহত এবং তার দল পরাজিত হয়। এ ছাড়াও তাদের এ সময়কার আরেকটি সাহসী উক্তি ছিলো: کَمْ مِّنْ فِئَةٍ قَلِيْلَةٍ غَلَبَتْ فِئَةً کَثِيْرَةً بِۢاِذْنِ اللّٰهِ ۗ وَا للّٰهُ مَعَ الصّٰبِرِيْنَ 'কত ক্ষুদ্র দল বিজয় লাভ করেছে বৃহৎ দলের উপর আল্লাহর ইচ্ছায়। বস্তুতঃ আল্লাহ অটল সংকল্পকারীদের সাথেই থাকেন'-(সূরা ২ আল-বাকারা : ২৪৯)
সূরা আল বাকারাহ - ২:২৫০
আমাদের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url