অধিকাংশ জাদুটোনা বদনজর হাসাদের আক্রান্ত লোকগুলো কারা জানেন ?

রা হলো যারা গাইরুল্লাহর সাথে সম্পর্ক রাখে। জিকির-আযকার, তিলাওয়াত- তাসবিহ, সালাত -ইবাদত বিমুখ।

এক পর্যায়ে এরা নানান পেরেশানি ও অমূলক চিন্তা ভাবনার শিকার হয়।এমনকি কেউ কেউ সুই সাইড করে।

আবার কেউ আল্লাহ ,পরকাল ও তাকদির সম্পর্কে সন্দিহান হয়ে যায়।

আল্লাহ তাআলা হেফাজত করুন।

অথচ ভুল কিন্তু নিজের ।

ভুলটা যে নিজের এটা মৃত্যুর আগ পর্যন্ত এদের অনেকেই জানতে পারে না।

এমন জীবন থেকে আল্লাহ তা’আলা প্রতিটা মুসলিমকে হেফাজত করুন । আমিন।

Similar Posts

  • ফিরিশতার দোয়া লাগবে?

    আমরা মা-বাবার কাছে দোয়া চাই। পীর-বুযুর্গ-শায়খের কাছে দোয়া চাই। ময়মুরুব্বি, ওস্তাদের কাছে দোয়া চাই। আমি চাইলে ফিরিশতাগনেরও দোয়া লাভ করতে পারি। অত্যন্ত সহজেই। আট সময়ে ফিরিশতাগন আমার জন্য দোয়া করতে থাকেন, ১: আমি যখন প্রথম কাতারে নামাজে দাঁড়াই। যতক্ষণ এই কাতারে থাকব, ততক্ষণ ফিরিশতাগনের দুর্লভ দোয়া পেতে থাকব (সহীহ তারগীব তারহীব ৪৯১)। ২. আমি যখন…

  • নবীজির রুক‌ইয়াহ

    যুহায়র ইবনু হারব ও ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ….. আয়িশাহ্ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমাদের কোন মানুষ পীড়িত হলে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত দ্বারা তাকে মুছে দিতেন, তারপর বলতেনঃأَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ وَاشْفِ أَنْتَ الشَّافِي لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًاসমস্যা বিদূরিত করে দিন, হে জনগণের পালনকর্তা! আর সুস্থতা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *